নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর জাগ্রত কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা টিমের ১ম মাসিক অনলাইন মিটআপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) রাত ৯টর সময় কুলিয়ারচর উপজেলা টিম আয়োজিত গুগল মিট এপ্স এর মাধ্যমে, ১ম মাসিক অনলাইন মিটআপ সফলভাবে সম্পন্ন হয়। উক্ত মাসিক অনলাইন মিটআপ শুভ উদ্বোধন করেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ উপস্থাপন করেন, ফাউন্ডেশনের কোর ভলান্টিয়ার, মডারেটর, ও উপজেলা /থানা প্রতিনিধি সমন্বয়ক ইবনে সায়েম রানা ভাই, এবং প্রধান আলোচক হিসেবে, জাগ্রত কিশোরগঞ্জ জেলাকে এবং জেলা ১৩ উপজেলাে কিভাবে নতুন করে জাগ্রত করা যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, এবং উপস্থিত সকলের মতামত মনযোগ সহকারে শুনেন, তারপর মতামতের ভিত্তিতে সুন্দর দিকনির্দেশনা মূলক পরামর্শ দিয়েছেন, ফাউন্ডেশনের সিনিয়র কোর ভলান্টিয়ার, মডারেটর ও উপজেলা /থানা প্রতিনিধি সমন্বয়ক আবদুল করিম মুন্না ভাই। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রতিনিধি বৃন্দ, প্রত্যেক উপজেলার উপজেলা প্রতিনিধি, কমিউনিটি ভলান্টিয়ার, ভলান্টিয়ার সহ আজীবন সদস্য এবং সম্মানিত অতিথিবৃন্দ। কুলিয়ারচর উপজেলা টিম জানান, নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন অনলাইনে বিনা মূল্যে উদ্যোক্তা বিষয়ক ১৭ টিকে স্কিল প্রশিক্ষণ দিয়ে থাকে এবং পজিটিভিটি চর্চা করা হয়। উপজেলা ভিত্তিক ফাউন্ডেশনের প্রতিটি কার্যক্রম পরিচালিত হচ্ছে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা, প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যার এর দিক নির্দেশনায়, এবং সেই ধারাবাহিকতায় কুলিয়ারচর উপজেলাও এগিয়ে চলছে অদম্য গতিতে। উক্ত আয়োজনে যারা অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদের প্রতি কুলিয়ারচর উপজেলা টিমের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন কুলিয়ারচর উপজেলা এম্বাসেডর মোঃ আলী সোহেল। অনলাইনে বিনামূল্যে উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষনের নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন ২০১৮ সালের প্রহেলা জানুয়ারি দেশের ৬৪ জেলার ৬৪ জন্য সদস্য নিয়ে যাত্রা শুরু করেছিলো, যার সদস্য সংখ্যা এখন ২০ লাখ। ৫৫ টি দেশে এই ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024