সবুজ ঘাসের পত্র হাওয়াতে দুলে সেথা, ছন্দ শোভাতে দৃষ্ট তৃণমূল।
পদাঘাতে অবহেলায় উর্ধ্ব শিরে মনোহারিতায় প্রস্ফুটিত ঘাসফুল।
কোমল আভায় সৌন্দর্য বাড়ায় স্বাধীনতায় উচু শিরে বাড়তে মশগুল। কত কীটপতঙ্গ বসছে গায়,
ছন্দসুরে প্রজাপতি,
মুক্ততায় চলে বুলবুল।
তুলো না মোদের মিনতি কামনায়,
শুধু দেখ খুশি মনে,
পিষ না পায়।
পিছুটান নয় থমকে যাবে
না কভু চলো
দৃঢ় স্বপ্নসুধায়,
সাহসী হে মানবকূল।

____
লেখক : সজিব হোসেন 
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024