|
Date: 2025-01-16 11:06:19 |
নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধিঃ
শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর ঘড়িষার শাখা এক ব্যতিক্রমী শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় নড়িয়া উপজেলার ঘড়িষার শাখার ব্যাংক প্রাঙ্গণে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ঘড়িষার বাজার বণিক সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সেকান্দর হাওলাদার বলেন, "এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি মানবতার সেবায় একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কর্মসূচি সমাজের দরিদ্র মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। ব্যাংকের প্রতি আমরা কৃতজ্ঞ।"
শাখার এফএভিপি ম্যানেজার মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বক্তব্যে তিনি বলেন, "সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ইসলামি অর্থনীতির মূল লক্ষ্য হলো ন্যায়বিচার ও মানবিকতার মাধ্যমে সমাজের সামগ্রিক উন্নয়ন। এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সেই লক্ষ্য পূরণের একটি অংশ। ইসলামি ব্যাংকিং শুধু আর্থিক সেবা নয়, বরং এটি একটি মানবিক অর্থনৈতিক ব্যবস্থা যা মানুষের প্রকৃত কল্যাণে কাজ করে।"
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঘড়িষার বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মোঃ আবু আলেম। তিনি বলেন, "শীতার্ত মানুষের জন্য এ ধরনের উদ্যোগ খুবই মহৎ। এটি আমাদের সমাজের জন্য অনুকরণীয় উদাহরণ।"
এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী রোমান হাওলাদার এবং নজরুল ইসলাম ঢালী। তারা বলেন, "ব্যাংকের এই মানবিক কার্যক্রম শীতার্তদের কষ্ট লাঘব করবে এবং তাদের জীবনে শান্তি বয়ে আনবে।"
অনুষ্ঠানের শেষে এলাকার অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ব্যাংকের এই মহৎ উদ্যোগে স্থানীয়রা গভীর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
© Deshchitro 2024