|
Date: 2025-01-17 09:01:27 |
হবিগঞ্জের মাধবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার মামলায় আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমানকে প্রেপ্তার করেছে মাধবপুর থানা পুলিশ।শুক্রবার দুপুরে মাধবপুর পৌরশহরের শিবপুর গ্রাম থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহনুর তাকে প্রেপ্তার করেন।মিজানুর রহমান উপজেলার মীরনগর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শাহনুর জানান,গত আগষ্ট মাসে দেশব্যাপী ছাত্র আন্দোলনের সময় মাধবপুরে বাজারে মারামারি, ভাংচুর ও নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগ এনে মাধবপুর ধর্মঘরের আমিনুল ইসলাম নামে এক যুবদল নেতা মামলা করেন।মামলায় মিজানুর রহমান এজাহার ভুক্ত আসামি।গোপন সুত্রে খবর পেয়ে শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
© Deshchitro 2024