|
Date: 2025-01-17 11:40:41 |
এমন দেশটি পাবেনা খুঁজে তুমি,
সে যে আমার প্রিয় মাতৃভূমি।
রবি উঁকি দেয় পূর্বাকাশে করে ঝলমল,
শীতের সকাল যেন বড়ই নির্মল।
জন্মভূমি স্রষ্টার দেয়া শ্রেষ্ঠ উপহার,
সংরক্ষণ করা দায়িত্ব আমাদের সবার।
গর্বিত আজ আমি করি জন্মগ্রহণ,
যেখানে বৈচিএকে সর্বদা করি আলিঙ্গন।
আদর মমতায় লালন করেন যেমন জননী,
তেমনি আলো বাতাসে পুষেন জন্মভূমি।
যতক্ষণ পর্যন্ত দেহে থাকে মোর প্রাণ,
লড়ে যাব দেশের জন্য সে যে নাড়ীর টান।
সেই বীর, ভূমি, ভাষার প্রতি গড়ে সভ্যতা,
অর্জন করেন শ্রদ্ধাশীল তিনিই মহানুভবতা।
দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা নয়তো শুধু সুশাসন,
স্বদেশ প্রেম জাগৃত হয়, না হয় কু শাসন।
গড়েছি হৃদয়ের মাঝে এক গোলাপ বাগান,
জন্মভূমির নীলাকাশ সে যে আমার প্রাণ।
_____
লেখক: মো. মীর হোসেন
নাঙ্গলকোট, কুমিল্লা
© Deshchitro 2024