|
Date: 2025-01-17 13:21:02 |
সিরাজগঞ্জ শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মেধাবী ছাত্রনেতা মো:রায়হান শেখ এর নেতৃত্বে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি ) রাতে পৌর শহরের বিভিন্ন এলাকায় এই সময় অসহায়দের মাঝে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেন মেধাবী ছাত্রনেতা মো: রায়হান শেখ।
শহর ছাত্রদলের যুগ্ন -আহবায়ক মো:রায়হান শেখ বলেন,তারুণ্যের অহংকার,আগামীদিনের রাষ্ট্র নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শীর্তাতদের পাশে কম্বল নিয়ে দাঁড়াতেই সক্ষম হয়েছি। আমরা যারা বিএনপির করি এবং দলের একজন বিএনপির কর্মী হয়ে অসহায়দের পাশে সব সময় আছি এবং প্রতি নিয়ত থাকবো।
এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও ইসলামিয়া কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো:সৈনিক সেখ,
পলেটেকনিক ইন্সটিটিউট ছাত্রনেতা মো: জিসানুর রাহাত ফারদিন,ছাত্রনেতা মো: মাহিন সেখ,মো:রেদুয়ান সেখ
সরকারি কলেজের ছাত্রনেতা
মো:বিশাল ভূইয়া,পৌর ছাত্রদল এর সদস্য ২৮ শে অক্টোবর ঢাকার রাজপথ থেকে গ্রেপ্তারকৃত ছাত্রনেতা
মো: অসিম সেখ, ৯ নং ওয়ার্ড ছাত্রদল সাধারণ সম্পাদক মো: আকাশ সেখ
৯ নং ওয়ার্ড ছাত্রদল এর সভাপতি পদপ্রার্থী মো: আহাদ সেখ
সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ছাত্রদল নেতা মো: সিফাত সেখ
৯নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী মো:অনিক সেখ,মো:দীপ সেখ,মো:উৎস,মো: মেহেদী সহ আরও অনেকে।
© Deshchitro 2024