|
Date: 2022-11-30 18:57:51 |
Stage For Youth Foundation নেত্রকোণা পৌর শাখার কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই আংশিক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ শে নভেম্বর) সংগঠনটির জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর কবীর এবং সাধারণ সম্পাদক মাহমুদুল মিলু এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য নেত্রকোণা পৌর শাখার কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আব্দুর রহমান ঈশান ও সাধারণ সম্পাদক হিসেবে মহিয়র রহমান খান (শ্বেত)
নবগঠিত কমিটির সভাপতি আব্দুর রহমান ঈশান বলেন, তারুণ্যের তেজোদ্দীপ্ত প্রেরণায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে এবং দেশরত্ন শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন নেত্রকোণা পৌর শাখা তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা, তথ্য প্রযুক্তি ও কারিগরী নির্ভর তরুণ সমাজ গঠণ, আমাদের তারুণ্যের অহংকার সজীব ওয়াজেদ জয় এর ডিজিটাল বাংলাদেশের আধুনিক তরুণ সমাজ গড়তে স্টেজ ফর ইয়ুথ নবউদ্যোমে প্রয়াস চালিয়ে যাবে।
উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে স্টেজ ফর ইউথ ফাউন্ডেশনের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১১(ক) অনুযায়ী এক বছর মেয়াদী এই কমিটি ঘোষণা করা হয়। এরপর আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে জেলা দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
© Deshchitro 2024