|
Date: 2025-01-17 17:10:38 |
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সঠিক নেতৃত্ব ও দেশপ্রেমের চেতনা নিয়ে কাজ করতে হবে। তিনি জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) নাগেশ্বরী উপজেলার নেওয়াশী মহাবিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নুর বলেন, “আমরা এক ফ্যাসিবাদী শাসনব্যবস্থা হটিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করেছি। ভবিষ্যতে কোনো সরকার যাতে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা না করতে পারে, সেজন্য জনগণকে সজাগ থাকতে হবে।”
তিনি সীমান্তে ফেলানি হত্যার বিচার না হওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, “১৪ বছরেও এ হত্যার বিচার হয়নি, যা আমাদের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে। এই অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
নুর আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের আয়োজনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। যদি তারা এ দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে তাদেরও ছাড় দেওয়া হবে না। গণতন্ত্রের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা জরুরি।”
সভায় গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হোসেন, কেন্দ্রীয় সহ-সচিব মাসুদ রানা মোন্নাফ, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক নূরে এরশাদ সিদ্দিকীসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।
স্থানীয় জনগণ ও নেতৃবৃন্দ গণতন্ত্র সুরক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন এবং দেশের সার্বিক উন্নয়নে সঠিক নেতৃত্ব ও দেশপ্রেমের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
মতবিনিময় সভাটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
© Deshchitro 2024