|
Date: 2025-01-18 10:03:48 |
অন্তবর্তীকালীন সরকারের ভূমি, বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ হাসান আরিফের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ জানুয়ারী ২০২৫ দুপুরে বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজ মাঠে খাঁন বাহাদুর বদি আহমদ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যােগে এ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সাংসদ মাহমুদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আমেরিকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট রায়হানুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জমশেদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, ইউএসটিসির সাবেক ভিসি ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, ডা. মেজবাউল হক। মরহুম হাসান আরিফের পুত্র অ্যাডভোকেট মোয়াজ আরিফ, মো. আদীব খান, সাবেক প্রচার সম্পাদক শাখাওয়াত জামাল দুলাল, অ্যাডভোকেট আরিফ, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার লোকমান, বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ জমির উদ্দিন, চেয়ারম্যান রেজাউল করিম ইউনুস, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী এডভোকেট জাহাঙ্গীর আলম প্রমূখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, 'হাসান আরিফ স্যার বেঁচে থাকলে চট্টগ্রাম হতো দেশের অন্যতম পর্যটন নগরী। বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী হিসেবে আমি মরহুম হাসান আরিফ স্যার কে চিনতাম। স্যার অত্যন্ত বিনয়ী ছিলেন। তাঁর কারণেই আজকে আমি মেয়র হতে পেরেছি। স্যারের কাছে আমি আজীবন কৃতজ্ঞ। সবাই স্যারের জন্য দোয়া করবেন
© Deshchitro 2024