|
Date: 2025-01-18 12:13:31 |
কক্সবাজারের কুতুবদিয়ার বিতর্কিত ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহশিলদার) মো. রিদুয়ান মোস্তফাকে বদলি করা হয়েছে।গত মঙ্গলবার (১৪-জানুয়ারি) কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ইয়ামিন হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানা গেছে।
২০১৯ সালের শেষের দিকে তহশিলদার হিসেবে সদর বড়ঘোপ ইউনিয়ন ভূমি অফিসে যোগদান করেন রিদোয়ান। গত এ ক’বছরে দায়িত্ব পালনকালে সরকারি চাকুরির আচরণ বিধি তোয়াক্কা না করে নামজারি ও ভূমি সংক্রান্ত যাবতীয় কাজে ব্যাপক ঘুষ বাণিজ্য, অফিসে উমেদার নিয়োগ করে সেবাগ্রহীতাদের হয়রানি, উৎকোচে খাস জমি দখল প্রদানসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির পাহাড়সম অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
সর্বশেষ গেল বছরের মে মাসের দিকে জায়গা সম্পত্তি দখলে নিতে আপন চাচা-চাচিকে মারধরের ঘটনায় জি. আর ৩৯/২৪ ইং নম্বর মামলায় কারাভোগ করেন তহশিলদার রিদোয়ান। সম্প্রতি তার বদলির আদেশের খবরে স্বস্তির নিশ্বাস নিচ্ছে দ্বীপবাসী।
© Deshchitro 2024