|
Date: 2025-01-18 14:07:19 |
সাতক্ষীরা আশাশুনিতে যুব জামায়াতের আয়োজনে ইউনিয়ন সভাপতি, সেক্রেটারী ও টিম সদস্যদের নিয়ে যুব দায়িত্বশীল শিক্ষা শিবির-২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারী) দুপুর ২ টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি ডাঃ রোকনুজ্জামান’র সভাপতিত্বে ও সেক্রেটারী আজহারুল ইসলাম’র সঞ্চালনায় শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে যুগে যুগে ইসলামী আন্দোলনে যুবকদের ভূমিকা বিষয়ের উপর আলোচনার করেন সাতক্ষীরা শহর জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে-“আল কোরআনের শিক্ষা” বিষয়ের উপর আলোচনা করেন শোভনালী ইউপি চেয়ারম্যান ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক।
“মান উন্নয়ন ও বাইয়াতের গুরুত্বের উপর আলোচনা করেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর। জুলাই বিপ্লবের পরবর্তী সময় যুব দায়িত্বশীলদের করনীয় বিষয়ের উপর আলোচনা করেন উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার।
বক্তব্য রাখেন-উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আনওয়ারুল হক, নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মুরতাজা প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল ওয়াজেদ, হাফেজ আব্দুল্লাহ, মাওলানা আল-আমিন, বিল্লাল হোসেন, মাস্টার আরিফ বিল্লাহ, এনামুল কবির প্রমুখ। শিক্ষা শিবিরে উপজেলার ১১ ইউনিয়নের সভাপতি-সেক্রেটারীগন উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024