|
Date: 2025-01-19 08:07:24 |
একই পৃথিবীতে থাকি
একই শহরে, একই গ্রামে
একই চন্দ্র- সূর্যের নিচে
আমরা দুজনে।
তবু কেউ, কাউকে দেখি না
কেউ কারো সঙ্গে কথা বলি না
আজ কত দিন হলো
আজ কত মাস হলো
আজ কতগুলো বছর পেরিয়ে গেলো।
আমাদের শেষ দেখা কবে হয়েছিল
তোমার কি মনে আছে?
আচ্ছা তারপর কেন আর
আমাদের দেখা হলো না
আমাদের কথা হলো না।
কেন সবসময় তুমি আমাকে এড়িয়ে গেলে?
কেন আমি তোমাকে ভালোবাসতে পারলাম না?
আচ্ছা, আমাকে কি তুমি ভুলে গেছো?
আর কেনই বা মনে রাখবে আমায়?
তোমাকে ভালোবাসার কোনো যোগ্যতা কি ছিল আমার?
সুন্দর চেহারা, দামি বাইক, আইফোন, কাড়ি কাড়ি টাকা
কিংবা মস্ত একটা ফ্ল্যাট, বিলাসী গাড়ি
কিছুই তো ছিল না আমার।
আমি ছিলাম এক বেকার ভবঘুরে উন্মাদ।
তোমাকে দেওয়ার জন্য দামি কোনো উপহার
কেনার সামর্থ্যও তো আমার ছিল না।
তোমার সামনে গিয়ে যে বলবো
আমি তোমায় ভালোবাসি
সে সাহসটুকুও পর্যন্ত আমার ছিল না।
আমি এক ভীরু, কাপুরুষ হয়েই রইলাম।
হয়তো আমাদের একদিন দেখা হবে
কোনো একদিন
অথবা দেখা হবে না আর।
কিন্তু জেনে রেখো
আমি সত্যিই তোমাকে ভালোবেসেছিলাম।
© Deshchitro 2024