বগুড়া বিএনপি রাজনীতির প্রাণকেন্দ্র বলে মন্তব্য করেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। সারিয়াকান্দিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা কমিটি আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। রবিবার বিকেলে সারিয়াকান্দির প্রত্যন্ত চরাঞ্চলে ৫০০ জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায়  শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা যুবদলের সিনিয়র নেতা আতাউর রহমান সম্ভু, রেজাউল করিম বাবু, এনামুল হক সুমন, রাশেদুল ইসলাম রাশেদ, মিনহাজুল ইসলাম, সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, উপজেলা যুবদলের আহ্বায়ক মুহিদুল ইসলাম মুন্সি, যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি প্রমুখ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024