বগুড়ার সারিয়াকান্দিতে মেহেদী হাসান রাব্বি (২৪) নামে একজন ছাত্রলীগ কর্মীকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে সারিয়াকান্দি থানা পুলিশ। রাব্বি হাটশেরপুর ইউনিয়ন ছাত্রলীগের একজন কর্মী। সে হাটশেরপুর ইউনিয়নের শাহানবান্ধা গ্রামের নূরুল ইসলাম খাজার ছেলে। সারিয়াকান্দি থানার তথ্য অনুযায়ী, গত শনিবার রাতে উপজেলার হাটশেরপুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাব্বিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বার্মিজ চাকু এবং ২৮ ইঞ্চি সাইজের একটি ছুরি উদ্ধার করা হয়েছে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, আটক রাব্বির নামে অস্ত্র মামলা দায়ের করে তাকে রবিবার সকালে বগুড়া জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024