আশাশুনির বুধহাটা  ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাড়াদান কার্যক্রম বিষয়ক কর্মশালা রবিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। বেসরকারি অগ্রগতি সংস্থার আয়োজনে উইনরক ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায় বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পর আওতায় বুধহাটা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অগ্রগতি সংস্থার পিও নুর হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহাবুব হক ডাবলু। স্বাগত বক্তব্য রাখেন অগ্রগতি সংস্থার প্রজেক্ট ম্যানেজার মুন্নিজাহান,অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ইকবাল হোসেন,প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক,সাংবাদিক সচ্চিদানন্দদে সদয়,সিপিবি লিডার আহসানউল্যা লেলিন প্রমুখ।এ সময় বক্তারা বলেন, সাতক্ষীরা জেলার বুধহাটা ইউনিয়ন উপকূলবর্তী হওয়ায় এখানে প্রতিনিয়ত দুর্যোগ ও নদী ভাঙন লেগে থাকে। প্রতিবছর দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানি ঘটে। তাই দুর্যোগের আগে সচেতন হলে এ থেকে ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হবে। তাই দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাড়াদান কার্যক্রমের মাধ্যমে মানুষকে সচেতন করে নিরাপদে আনতে হবে। সেই সাথে কমিটির পক্ষ থেকে দুর্যোগ প্রতিরোধে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024