|
Date: 2025-01-19 16:23:13 |
মিরসরাই প্রতিনিধি: মিরসরাই যুব স্পোর্টস একাডেমীর উদ্যোগে ১৪ নম্বর হাইতকান্দি আন্তঃওয়ার্ড অনুর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে কমরআলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করে ৬ নম্বর ওয়ার্ড বনাম ৮ নম্বর ওয়ার্ড। খেলার ফলাফলে ২-০ গোলে চ্যাম্পিয়ন হয় ৬ নম্বর ওয়ার্ড। মিরসরাই যুব স্পোর্টস একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং কার্যকরি কমিটির সভাপতি তাছলিম উদ্দিন রাকিনের সঞ্চালনায় ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইতকান্দি ইউনিয়নের কৃতি সন্তান চাটখিল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শওকত ইকবাল ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমখালী ইদ্রিসিয়া মাদ্রাসার শিক্ষক মফিজুল ইসলাম, একাডেমীর উপদেষ্টা লোকমান হোসেন, ব্যবসায়ী সালেহ উদ্দিন, জিয়াউল হক, কমর আলী ক্রীড়া সংঘের উপদেষ্টা রবিউল হোসাইন জুয়েল, সভাপতি আসিফ খান প্রমুখ।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক নঈমুল হাসান। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি এবং প্রাইজমানি খেলোয়ারদের হাতে তুলে দেন। এছাড়া ম্যান অব দ্য ম্যাচকে পুরস্কৃত করা হয়।
© Deshchitro 2024