আজ ২০ জানুয়ারি (সমবার) আনুমানিক সকাল ৭ ঘটিকায় নাগেশ্বরী সদর উপজেলার পয়ড়াডাঙ্গার চড়াইখেলা ব্রীজের পাশে ঢাকা টু ভুরুঙ্গামারি গামী পিংকি পরিবহণের নিচে মোটরসাইকেল পিষ্ট হয়ে বাইকারের আকস্মিক মৃত্যু হয়।

জানা গেছে নিহত ব্যাক্তি আব্দুস ছাত্তার (৫৫) কুড়িগ্রাম জর্জ কোর্টের একজন মহুরি বাড়ি ভুরুঙ্গামারির তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুরের বানু শেখের পুত্র। প্রতিদিনের ন্যায় আজও বাড়ি থেকে কোর্টে যাওয়ার পথে দূর্ঘটনার স্বীকার হোন।

এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, নিহত ব্যাক্তিকে ওনার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মামলা নেয়া হয়েছে বাস ড্রাইভার সহ সুপারভাইজার হেলপার পলাতক, আমরা আসামি ধরার চেষ্টা করতেছি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024