জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর শেখ বাড়ির কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসীব্যারিস্টার জয়নাল আবেদীন এর আয়োজনে  শিক্ষা অফিসের সহায়তায় জগন্নাথপুরে প্রাইমারী চিলড্রেনডিজেভিলিটি এওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত।

গতকাল দুপুরে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশ গ্রহনে জগন্নাথপুর উপজেলার কলকলিয়াইউনিয়নের মজিদপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে  ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথিরবক্তব্য রাখেন উপজেলা ইউআরসি ইন্সট্রাকটর মোঃ মোস্তফা আহসান হাবিব।


বিশিষ্ট শিক্ষাবিদ  ব্যবসায়ী আলীনুর রশীদ এর সভাপতিত্বে  আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষকমোঃ তাহিদুর রহমানের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ব্যারিস্টার জয়নাল আবেদীন। বিশেষঅতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়াযুক্তরাজ্য প্রবাসী  বিশিষ্ট ব্যবসায়ীআলহাজ্ব মোহাম্মদ দুদু মিয়াযুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার শেখ ফয়সল আবেদীনলওয়ের শেখ লর্ডসোলেমান।


অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল হাশিমসফাত উল্ল্যা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাফিজুলইসলাম চৌধুরী আকিক,  সমাজকর্মী নুরুল হকডাঃ সাজ্জাদুর রহমানপ্রধান শিক্ষক রূপক কান্তি দেবজালাল উদ্দিনযুক্তরাজ্য প্রবাসী ছমির উদ্দিনপ্রধান শিক্ষক সালেহা পারভীন,  এনটিভি ইউরোপ প্রতিনিধিমোঃ আব্দুল হাইসমাজকর্মী আঙ্গুর মিয়া। ওরিয়েন্টেশনে শতাধিক শিক্ষক শিক্ষিকা অংশ নেন। এসময়ব্যারিস্টার জয়নাল আবেদীনের সহধর্মিণী সেবিনা বিবি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024