|
Date: 2025-01-21 08:50:47 |
বৃহত্তর চাটগাঁইয়া পরিবার, বিজয় একাত্তর হলের আংশিক কমিটি গঠিত হয়েছে। উক্ত সংগঠনের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক সভাপতি হিসেবে আবু বকর সিদ্দিক শরীফ, সাধারণ সম্পাদক হিসেবে এস এম জাহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক হিসেবে তারেক রহমান শাকিব এবং অর্থ সম্পাদক হিসেবে মিনহাজ উদ্দিন অনিককে প্রাথমিকভাবে মনোনীত করা হয়।
উপদেষ্টা পরিষদ মনে করছে, নতুন নেতৃত্ব বৃহত্তর চট্টগ্রামের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতি আবু বকর সিদ্দিক শরীফ বলেন, “আমরা এই সংগঠনের ঐতিহ্য ও চাটগাঁইয়া কৃষ্টি-সংস্কৃতি লালন করতে কাজ করবো। সবাইকে সঙ্গে নিয়ে বৃহত্তর চাটগাঁইয়া পরিবারের সৌহার্দ্য বৃদ্ধি ও কল্যাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।”
সাধারণ সম্পাদক এস এম জাহিদুল আলম বলেন, “নতুন দায়িত্বকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। শিক্ষার্থীদের স্বার্থ ও সম্পর্ক উন্নয়নে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
এই কমিটি বৃহত্তর চাটগাঁইয়া পরিবারের ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
© Deshchitro 2024