সারিয়াকান্দিতে নদী বন্দর না হলে শস্য হিমাগার বা স্থায়ী কোনো স্থাপনা করা সম্ভব নয় বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা।


মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে সারিয়াকান্দি উপজেলার কালিতলা নৌ ঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সারিয়াকান্দি নদী ভাঙন প্রবণ এলাকা হওয়ার ফলে এখানে কোনো স্থায়ী স্থাপনা করা সম্ভব হয় না। নৌ বন্দর স্থাপিত হলে এখানে নদী নিয়মিত ড্রেজিংয়ের মধ্যে থাকবে। আর নদী শাসনের মধ্যে থাকলে ভাঙবেনা। উল্লেখ্য, নৌ ঘাট পরিদর্শনের আগে তিনি সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে মত বিনিময়, সারিয়াকান্দি থানা পরিদর্শন, সারিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা ভূমি অফিস এবং সদর ইউনিয়নের দিঘলকান্দি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান, থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, সহ-সভাপতি লাল মাহমুদ সহ বিভিন্ন দপ্তর প্রধানগণ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024