।। কার্ত্তিক দাস,নড়াইল ।।

 

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উদযাপনে শিশুদের নিয়ে মনিকা একাডেমি দিনব্যাপী নানা আয়োজন করে। নড়াইল পৌরসভার ভওয়াখালি দেবদার তলা এলাকায় একাডেমির কার্যালয়ে অনুষ্ঠিত নানা আয়োজনের মধ্যে ছিল চিত্রাঙ্কণ প্রতিযোগিতা,শিল্পীর জীবনাদর্শ নিয়ে আলোচনা,পুরস্কার বিতরণ ইত্যাদি।

চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিশু এতে অংশ নেয়। শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত দুটি বিভাগে বিজয়ী সাতজন শিশুকে পুরস্কৃত করা হয়। এছাড়া  প্রতিযোগিতায় অংশ গ্রহণকারি অন্য শিশুদের সৌজন্য পুরস্কার দেওয়া হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন,মনিকা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক সবুজ সুলতান। বক্তব্য দেন,একাডেমির অভিভাবক সদস্য মো.আলমগীর হোসেন,নড়াইল চিলড্রেন ভয়েস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষিকা পলি খানম,বিদিশা রায়,একাডেমির আবৃতি বিভাগের প্রশিক্ষক সোনিয়া পারভীন,সাংবাদিক ফরহাদ খান প্রমুখ।

বক্তারা এ প্রজন্মের শিশুদের মধ্যে শিল্পী সুলতানের রং তুলির কারসাজি তুলে ধরেন। একটি বিন্দু থেকে কিভাবে ছবি আকা যায় সে বিষয়েও সম্যক ধারণা দেওয়া হয়। একজন মানুষ ছবি আকার মধ্য দিয়ে মানবিক এবং সামাজিক শিক্ষা জীবনে প্রবেশ করতে পারেন। এ জন্য শিশুদের শিল্পী সুলতানের নামাঙ্কিত বিভিন্ন ধরণের বই পড়ার আহবান জানান। #

১৩/০৮/২২ ছবি আছে।

 



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024