মঙ্গলবার (২১ জানুয়ারি) নড়িয়া উপজেলা পশ্চিম শাখার উদ্যোগে জামায়াতে ইসলামী সদস্যদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) সংসদীয় আসনের এমপি প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন। তিনি সখিপুর থানার চরভাগা ইউনিয়নের বকাউল পরিবারের সন্তান। বর্তমানে তিনি ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর মহাসচিবের দায়িত্ব পালন করছেন।

সভায় সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা পশ্চিম শাখার আমীর কাহেদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা শিবিরের সাবেক সভাপতি মোশারফ হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মোরশেদ আলী খান, উপজেলা সেক্রেটারি হাসান মাহমুদ, সহকারী সেক্রেটারি হাফেজ বিএম ইলিয়াস হোসেনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সভায় অংশগ্রহণকারীরা আগামী সংসদ ও স্থানীয় নির্বাচনে দলীয় কর্মীদের ভূমিকা এবং দায়িত্ব নিয়ে আলোচনা করেন। নেতৃবৃন্দ কর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

মতবিনিময় সভাটি সদস্যদের মধ্যে নতুন উৎসাহ এবং দায়িত্ববোধ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করেছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024