|
Date: 2025-01-22 01:16:45 |
কুমিল্লা চৌদ্দগ্রামে ৯৭৫ বোতল ফেন্সিডিলসহ মোঃ সাইফুল ইসলাম (৩০) নামে ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল। আটককৃত ব্যক্তি উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামের ধনু মিয়ার পুত্র।
জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মপুর দৌলবাড়ি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ সাইফুল ইসলামের (৩০) হেফাজত হতে ৯৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানা যায়, সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© Deshchitro 2024