রাজনৈতিক তৃতীয় মামলা থেকে অব্যাহতি পেলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী আইন ছাত্রফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো: আকাশ মিয়াজী। 

মঙ্গলবার ২১ জানুয়ারি ২৫ ইং তারিখে চাঁদপুরের  অতিরিক্ত জেলাও দায়রাজজ (১) এর বিচারক মো: রুহুল আমিন এর  আদালত থেকে দ্রুত বিচারক আইনে ২০১৫ সালের ৫ জানুয়ারি কচুয়া থানায়  দায়ের করা এসটিসি ০২/১৭ মামলা থেকে অব্যাহতি পান তিনি। এই মামলায় মো: আকাশ মিয়াজীকে  ২০১৫ সালের ১৭ মার্চ সাচার এলাকা থেকে  গ্রেফতার করে এস আই মো: মোবারক হোসন।

৩৯ দিন কারাভোগের পর  চাঁদপুর জেলাও দায়রাজজ কোর্ট থেকে জামিন পান  আকাশ মিয়াজী ।

আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর  যুবলীগ নেতা আদম স্বপন বাদী হয়ে প্রথম মামলা করেন। দ্বিতীয় মামলা করেন যুবলীগ নেতা মো: জসিম উদ্দিন-। 

তৃতীয় মামলা করেন কচুয়া থানার এ এস আই নাছির উদ্দীন, ৪ র্থ মামলা করেন  মতিঝিল থানার এস আই দেলোয়ার হোসেন। ৩ টি মামলা থেকে আকাশ মিয়াজী  অব্যাহতি পেলেও মতিঝিল থানার দায়ের করা মামলা থেকে এখনো মুক্ত হতে পারেনি তিনি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024