|
Date: 2025-01-22 12:46:21 |
জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এ প্রতিপাদ্যে টাংগাইলের মধুপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার ২২ জানুয়ারি সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন এর সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সভাপতি এ কে এম ফজলুল হক,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল্লাহ রহমান, আজকের পত্রিকা টাঙ্গাইল জেলা প্রতিনিধি আনোয়ার শাদাৎ ইমরান,শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাগরিক কমিটির সবুজ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ প্রমুখ।
সপ্তাহব্যাপী এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজ নিজ ধারণা থেকে উদ্ভাবিত আবিষ্কার করা বিভিন্ন প্রজেক্ট ডেমোর স্টলগুলো পরিদর্শন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার সাথে বিভিন্ন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. মহিউদ্দিন আহমেদ। মেলাটি সকলের উপস্থিতিতে উৎসব মুখর হয়ে উঠে। আড়ম্বরপূর্ণ এ মেলায় স্থানীয় নৃত্য শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। অতিথিরা বিভিন্ন বিজ্ঞান স্টল ও পিঠার স্টল পরিদর্শন করেন।
© Deshchitro 2024