|
Date: 2025-01-22 12:55:20 |
আস্থা প্রকল্পের আওতায় ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় শেরপুরের ঝিনাইগাতীতে জীববৈচিত্র্য সংরক্ষণ ও হাতির আক্রমণ থেকে রক্ষার জন্য জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি বুধবার দুপুরে ঝিনাইগাতী বিআরডিবি হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও একইদিনে আস্থা প্রকল্পের অধীন যুব ফোরামের নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আস্থা প্রকল্পের শেরপুর জেলা নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক অধ্যাপক আবুল হাশেম। ঝিনাইগাতী উপজেলা যুব ফোরামের আহ্বায়ক সোহেল রানার সভাপতিত্বে ও স্বাবলম্বী উন্নয়ন সমিতি শেরপুরের ফিল্ড অফিসার সাইকা উম্মাশীর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা নাগরিক প্ল্যাটফর্মের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ দুদু, সদস্য মঞ্জুরুল হক, ঝিনাইগাতী রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সুবর্ণ। এছাড়াও সভায় উপজেলা যুব ফোরামের সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় জীববৈচিত্র্য সংরক্ষণ ও হাতির আক্রমণ থেকে রক্ষায় প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বক্তারা।
© Deshchitro 2024