মাত্র ৪ দিনের ব্যবধানে ইসলামি দলের দুই প্রধান নেতা পাটকেলঘাটা আসছেন। এ উপলক্ষে চারিদিকে সাজ সাজ রব লক্ষ্য করা যাচ্ছে। নির্মাণ করা হয়েছে একাধিক তোরণ। সিদ্দীকিয়া কওমিয়া মাদরাসা ও ফুটবল ময়দানে বিশাল প্যান্ডেল করার প্রস্তুতি চলছে। চারিদিকে চলছে প্রচার প্রচারণা।


সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধার পর পাটকেলঘাটা সিদ্দীকিয়া কওমিয়া মাদরাসায় ৬৭তম খতমে বুখারী ও ওয়াজ মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক।


প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখবেন, সাভার দারুল উলূম ইসলামিয়া মাদরাসার প্রিন্সিপাল মুফতি আমিনুল ইসলাম কাসেমি, পরিচালনা করবেন সিদ্দিকীয়া মাদরাসার মুহতামিম মুফতি মনিরুল হক।


এদিকে ২৭ জানুয়ারি সোমবার পাটকেলঘাটা ফুটবল ময়দানে তালা উপজেলা জামায়াতে ইসলামীর বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধান অতিথির বক্তব্য রাখবেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।


বিশেষ অতিথির বক্তব্য রাখবেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্র্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও অঞ্চল পরিচালক (খুলনা জামায়াতে ইসলামী) মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমির ডাঃ শেখ মাহমুদুল হক। সভাপতিত্ব করবেন, তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ মফিদুল্লাহ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024