ভাবনা যতই হচ্ছে সুদূরগামী 

সত্যির চেয়ে হয়না কিছুই দামী 

সত্যের জোর থাকবেই এটা জানি 

যুগ যুগ ধরে এটাই যে মহাবাণী। 


সত্যের পথে যতই থাকুক বাধা 

তবু সত্যের পথকেই আঁকড়াও 

বিবেক থাকবে সত্য এবং সাদা 

লড়াই চলুক, লক্ষ্যেই টের পাও। 


সত্য ভুবন, সত্যই সুবিশাল 

সত্য জানেই সত্য ভাষাখানি 

সত্যের স্বাদ অনাবিল অফুরান 

জীবনের কাছে দুরন্ত অভিমানী। 


সত্যের পথ, সত্যের ভাষা যত 

সত্য স্বীকার বড়ই কঠিন জেনো

যত মোহ, মায়া, সত্য তাতেও থাকে 

সুখ সুখ করে সেটাও এড়াও কেন? 


সত্য শান্তি, সত্যই সুমহান 

জীবনে শক্তি, সত্য মুক্ত দিশা 

মুক্তির পথ সত্যেই পেতে পারো 

মিথ্যে ভ্রান্তি ভুলবেই অমানিশা। 


কিছু ভয় থাক মিথ্যে আলিঙ্গনে 

কিছু পাপবোধ অন্তর থেকে মেনো 

সত্যের সাথে সারাকাল যদি থাকো 

প্রভু, আল্লাহ সঙ্গ দেবেন জেনো। 




কলকাতা, ভারত। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024