নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ এর শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা প্রভাবমুক্ত থে‌কে সুষ্ঠু ও গ্রহণ‌যোগ্য নির্বাচন জা‌তি‌কে উপহার দি‌তে চাই। ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।


আব্দুর রহমানেল মাছউদ বলেন, সত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছি। স্থানীয় নির্বাচন নিয়ে এখনো আমরা ভাবছি না। প্রধান উপদেষ্টা ঘো‌ষিত সম‌য়ের ম‌ধ্যেই আমরা নির্বাচন দিব। ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ এর শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।


তিনি আরও বলেন, দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে কাজ করছেন। তথ্যসংগ্রহকারীদের আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, এতে মানুষ সেবা নিতে পারছে না। এ বিষয়ে সবার সহযোগিতা দরকার।


সি‌নিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খানের সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছি‌লেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ। এ ছাড়া সভায় পটুয়াখালী সব উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024