উত্তরী বায় বকুল ছায়ে 

শুকনো পাতার নূপুর পায়ে, 

মাঘের প্রাতে কে ঐ-আসে 

উতল হাওয়ায় ফুলের বাসে। 


তরু শাখায় কানন মাঝে 

কোন প্রেয়সীর কাঁকন বাঁজে, 

হাতের ছোঁয়া পাতায় লুঠে 

মুকুল কাঁপে, কুসুম ফোটে। 


কুসুম কাঁটায় আঁচল বাঁধে 

ব্যথায় তাহার নিশিথ কাঁদে, 

কাঁপন লাগা মাঘের মাসে 

নিশির শিশির পড়ে ঘাসে। 


সাঁজের ফাঁকে অরুণ রঙে 

কপোল তাহার উঠে রাঙে, 

মুক্তার মালা জড়িয়ে গলায় 

সবুজ ঘাসে আসন সাজায়, 


শিশির ভেজা যার পদযুগল 

রঙিন ফুলে   ভরা আঁচল,

কুয়াশার বরন  ধুসর শাড়ি,

যার আঁচলে  শুভে নিলাম্বরী।


কাঁপালে শুভে  সিগ্ধ শশী

আঁধার চুলে  লুকায় নিশি

দোলন খোঁপায় পড়ে গোলাপ,

মধুর সুরে  করে  আলাপ।।


মেঘ বালিকার সখী আমি 

শীত এলেই  ধরায় নামি,

হৃদয়ে গোপন ব্যথা আমি 

লোকালয়ে তাই নইকো দামী।


সুখের অন্তরালে জমিয়ে রাখা 

দূর থেকে  চেয়ে থাকা, 

আমি ঐ দুঃখের অন্তরিকা

আমি যে সুদূর কুহেলিকা। 



সেগুফতা আনসারী 

কবি ও ছড়াকার 

সিলেট সদর, সিলেট। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024