‘না জানলেই বিপদ, জানলেই নিরাপদ’-এই প্রতিপাদকে সামনে রেখে সিলেট অঞ্চলে নিয়মিত কাজ করে যাচ্ছে সাইবার নিরাপত্তা বিষয়ক সংগঠন 'সাইবার সুরক্ষা'।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সাইবার সুরক্ষা এর আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় ৩য় শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয় আয়োজনটি। 

প্রশিক্ষক হিসেবে ছিলেন সাইবার সুরক্ষা- টিম এর প্রধান নির্বাহী সুশীল সিংহ, কন্টেন্ট হেড কাজী আশিকুর রহমান সুজন এবং এডমিনিস্ট্রেশন হেড মোঃ তোফায়েল আহমেদ।

কর্মশালায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো: এহসানুল হক, সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, সহকারী শিক্ষক মোঃ আফসার মিয়া, সাইফুল ইসলাম চৌধুরী, কাওছার আহমেদ সম্রাট, নেছার আহমদ, হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদরাসার শিক্ষক মোঃ সাদিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল 'শ্রীমঙ্গল চলচ্চিত্র সংসদ'।

উক্ত কর্মশালায় দুইজন শিক্ষার্থীকে সাইবার ক্যাপ্টেন হিসাবে নির্বাচন করা হয়েছে। মেয়েদের মধ্য থেকে জান্নাতুল তানিশা এবং ছেলেদের মধ্য থেকে শ্রীকান্ত দেবনাথ।

কর্মশালায় সাইবার নিরাপত্তায় ইতিবাচক-নেতিবাচক নানা দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে শিক্ষার্থীদের সচেতন করতে সাইবার নিরাপত্তার কলা-কৌশলসহ ইতিবাচক দৃশ্য ল্যাপটপের মাধ্যমে প্রদর্শন করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024