|
Date: 2025-01-23 20:14:24 |
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়ের এক প্রবাস ফেরত স্বামীকে মানসিক রোগী বানাতে মারধর করে সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে তার স্ত্রী বিরুদ্ধে।
গত মঙ্গলবার রাতে প্রবাসী আব্দুল হান্নানের ওপরে এই হামলা চালানো হয়। ভুক্তভোগী নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সামারখীল ডাক্তার বাড়ির মো. ইউসুফের ছেলে। এই ঘটনায় তিনি তার স্ত্রী সহ ৪ জনের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এই বিষয় সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, তারা লিখিত একটা অভিযোগ পেয়েছে তদন্ত করে পরবর্তী দোষীদের আইনের আওতায় আনা হবে।
© Deshchitro 2024