
ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইতে আজ শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর ৭ ঘটিকায় সরকারি তোলারাম কলেজের বার্ষিক শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত হয়েছেন ১ জন ও গুরুতর আহত হয়েছেন ৬ জন শিক্ষার্থী।
এসময় শিক্ষার্থীদের ওই বাসটিতে ছিলেন তোলারাম কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র দাস সহ অন্যান্য আরও ৪ জন শিক্ষক। ওই বাসে করে শিক্ষা সফরে যাওয়ার তালিকায় আরও ছিলেন ছাত্রদের বিভিন্ন ইস্যুতে সরব থাকা সংগঠন নিরব রায়হান ও আমিনুল ইসলাম।
নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষা সফরের অংশ হিসেবে রাঙামাটি এবং কক্সবাজারের উদ্দেশ্যে ৭১ জন শিক্ষার্থী, অধ্যক্ষ বিমল চন্দ্র দাস, বিভাগীয় ৪ জন শিক্ষক, ২ জন ছাত্র সংগঠক এবং অন্যান্য কর্মীদের নিয়ে তোলারাম কলেজ প্রাঙ্গন থেকে গতকাল রাতে দুটো বাস ছেড়ে যায়। অদ্য ভোরে কুয়াশাচ্ছন্ন আবহাওয়াতে বাস চালানোর সময় একজন মানষিক ভারসাম্যহীন ব্যাক্তি হটাৎ করে বাসের সামনে এসে দাড়ালে তাকে রক্ষা করতে গিয়ে দুটো বাসের মধ্যে একটি বাস মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। তবে এতে শিক্ষক কিংবা শিক্ষার্থীদের কেউই নিহত হন নি। কিন্তু মানষিক ভারসাম্যহীন ব্যাক্তিটি ওই মূহুর্তেই মারা যান।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন নিরব রায়হান মুঠোফোনে জানান, শিক্ষার্থীরা সকলেই ভালো আছে। তাদের মধ্যে ৫ জন গুরুতর আহত হওয়ার সাথে সাথেই স্হানীয় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আর ১ জন শিক্ষার্থী আহত হলেও প্রাথমিক চিকিৎসাতেই সুস্থ হয়ে উঠেছে। তবে মানষিক ভারসাম্যহীন ব্যাক্তিটি গতকালকেও আরেকবার মারাত্মক ভাবে দূর্ঘটনার শিকার হয়েছেন এবং সে অবস্থাতেই সে রাস্তার পাশে রয়ে গিয়েছেন।
উল্লেখ্য যে, ঘটনাটি ঘটেছে মিরসরাইয়ের মিঠাছড়া বাজার এলাকায়।