
নারায়ণগঞ্জ জেলার ব্যস্ত এলাকা চাষাঢ়া। আর তার মাঝেই অবস্থান করছে শিক্ষা বান্ধব এলাকা আল্লামা ইকবাল রোড। যা নারায়ণগঞ্জবাসীর কাছে কলেজ রোড নামে খ্যাত। কলেজ রোডের একপাশে সরকারি তোলারাম কলেজ, অন্যপাশে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। দুটো কলেজকে ঘিরে আছে শতাধিক প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান। শুধু প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানই নয়, আছে অসংখ্য রেস্তোরাঁয়। কিন্তু এ সকল রেস্তোরাঁগুলো তে অগ্নিনির্বাপক ব্যবস্থা কতটুকু ত্রুটিবিহীন সেটাই চিন্তার বিষয়।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১১ টায় কলেজ রোডের ইউসিসি ভবনের দ্বিতীয় তলায় ক্যাফে কারাগার রেস্তোরাঁয় হটাৎ করেই ভয়াবহ আগুনের সুত্রপাত ঘটে। এ সময় রেস্তোরাঁটির রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়। আশেপাশের সচেতন মহলের তৎপরতার কারণে দ্রুত আগুন নেভানোর জন্য শত শত মানুষ এগিয়ে আসেন। এবং আগুন নেভানোর কাজে সাহসী ভূমিকা পালন করেন। এসময় সাথে সাথে ফায়ার সার্ভিসের ইউনিটও ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা যায়, ক্যাফে কারাগার রেস্তোরাঁটি বন্ধ করা হলেও তাদের কর্মীদের অসচেতনতার কারণে রেস্তোরাঁর চুলা বন্ধ করা হয়নি।