কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন জামালপুরের অসহায়, গরিব-দুঃখী ও শীতার্ত মানুষ। বিশেষ করে রেল স্টেশনে থাকা ছিন্নমূল মানুষদের কষ্ট চরমে৷ তাবদের দুঃখ লাঘবে রাতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জামালপুর রেলওয়ে স্টেশনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ৮ টায় জামালপুর রেল স্টেশনে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক লিটন আকন্দ সহ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
কম্বল বিতরণকালে দৈনিক দেশচিত্রকে কেন্দ্রীয় সহ সমন্বয়ক লিটন আকন্দ বলেন, “প্রচণ্ড শীতে জামালপুরের মানুষ কষ্ট পাচ্ছে। এ শীতে কোনো দুস্থ মানুষ যেন কষ্ট না পায় সেজন্য শীতবস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। এভাবেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। দেশের জন্য, দেশের মানুষের জন্য আমরা তরুণরা জীবন দিয়েছি। ভবিষতেও দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করে যাবো।”