সকল সড়কে অবাধ চলাচল ও হয়রানিমুক্ত রেজিস্টেশনের দাবিতে রাজশাহীতে অনিদিষ্টকালের জন্য সিএনজি চালিত অটোরিকশা ও থ্রিহুইল ধর্মঘট শুরু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিক থেকে হঠাৎ করে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। সিএনজি চালিত অটোরিকশা ও থ্রিহুইল মালিক সমিতির সভাপতি আহসান হাবিব গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ধর্মঘটের কারণে রাজশাহী-বাগমারা ও তানোরগামী যাত্রীরা কিছুটা দুর্ভোগের মধ্যে পড়েন।

তবে বিএনপি নেতারা দাবি করছেন, রাজশাহী বিভাগীয় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে প্রশাসনের চাপে এ ধর্মঘট ডেকেছেন। বিএনপি নেতাদের দাবি, বাস ধর্মঘটের কারণে ছোট ছোট যানবাহনে করে আসছেন নেতাকর্মীরা। এ কারণে সিএনজি চালিত অটোরিকশা ও থ্রিহুইল ধর্মঘট ডাকা হয়েছে।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা অভিযোগ করে বলেন, ‘আগামীকাল শনিবার সমাবেশে বিএনপি নেতাকর্মীদের পথে পথে আসতে বাধা দেওয়া হচ্ছে। কিন্তু নেতাকর্মীদের আসা বন্ধ করা যাচ্ছে না। এরই অংশ হিসেবে একটার পর যানবাহন ধর্মঘট ডাকা হচ্ছে।’

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024