|
Date: 2025-01-25 08:46:44 |
জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে আট জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ শাখা-২ এর একটি দল।
আজ শনিবার (৫ জানুয়ারি) দুপুরে জুয়া খেলা নিরোধ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক জুয়াড়িদের জামালপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এর আগে গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে কুলিয়া এলাকায় একটি সেচ মেশিনের ঘর থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। এতে নেতৃত্ব দেন ডিবি শাখা-২ এর উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।
গ্রেপ্তার জুয়াড়িরা হলো, মেলান্দহ উপজেলার কাঙ্গালকুসা গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে শফিকুল (৪৫), মৃত ইউসুফ আলীর ছেলে বাদল ফকির (৫২), মৃত নুর ইসলামের ছেলে মাসুদ রানা (২৫), মৃত দলিল উদ্দিনের ছেলে ফিরোজ (৫৫), মেঘারবাড়ি গ্রামের মৃত শাজাহান খানের ছেলে রফিকুল (৪২), একই এলাকার
আব্দুল মোতালেবের ছেলে মাহমুদুল হাসান (৩৮), ডেফলা গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মুকুল (৬১) এবং পাশ্ববর্তী ইসলামপুর উপজেলার আমডাঙ্গা গ্রামের মৃত মোহন শেখের ছেলে আমিনুল (৩৫)।
জেলা ডিবি শাখা-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নূরুল ইসলাম বাদল বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কুলিয়া এলাকায় একটি সেচ মেশিন ঘরে জুয়া খেলা অবস্থায় আট জুয়াড়িকে আটক করা হয়। জুয়া খেলা নিরোধ আইনের মামলায় জুয়াড়িদের আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকা জুয়ামুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত।'
© Deshchitro 2024