লাখাইয়ের পুর্ববুল্লায় ব্রীজ আছে,রাস্তা নেই, জনসাধারণ চলাচলে চরম ভোগান্তি। লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউ পির ৮ নং ওয়ার্ডের পুর্ববুল্লা গ্রামের কানু গোপের বাড়ি সংলগ্ন রত্না খালে অবস্থিত অপরিকল্পিত ব্রীজটি নির্মিত হয়েছে আজ থেকে ১৫/২০ বছর আগে, কিন্তু এখন পর্যন্ত রাস্তার কোন মেরামত হয়নি, জনচলাচল চরম ভোগান্তিতে, রাস্তার বেহাল অবস্থা। এতে করে জনচলাচল সহ নানা সমস্যায় জর্জরিত এই অপরিকল্পিত ব্রিজ ও রাস্তাটি। সর জমিনে গিয়ে দেখা গেল ব্রীজ উঁচু হওয়ার কারণে বয়স্ক মানুষ পারাপার হতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, এ ব্যাপারে ব্রীজ পারাপার হওয়া এক পথচারীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি প্রতিদিন এই ব্রীজ দিয়ে আসা-যাওয়া করি,কিন্তু এই ব্রীজ দিয়ে উপরে উঠতে আমার হাঁটু ব্যাথা করে, একজনের সাহায্য ছাড়া উপরে উঠতে পারি না, আমাদের গ্রামের চেয়ারম্যান মেম্বার আছে কিন্তু কেউ এই রাস্তার দিকে নজর দেয় না, আরেক ভুক্তভোগী বলেন, আমাদের গ্রামের পাশে অবস্থিত ঐতিহ্যবাহী বুল্লা বাজার, বুল্লাবাজার এই রাস্তা দিয়ে নিকটবর্তী হওয়ায় জনসাধারণ চলাচল বেশি, জনপ্রতিনিধিগণ এই রাস্তাটাকে মেরামত করে দিলে অনেক উপকার হইতো। এ ব্যাপারে সংরক্ষিত মহিলা মেম্বার শিরিন আক্তারের সাথে মুঠো ফোনে আলাপ করলে তিনি জানান, যদি রাস্তার কোন বরাদ্দ আসে আমরা করে দিব। ভুক্তভোগী জয়নাল মিয়া বলেন, একটু বৃষ্টি হলেই কানায় কানায় পানি জমে যায়, তখন মানুষ যাতায়াত করতে অনেক সমস্যায় পড়েন,বুল্লা বাজার যেতে হলে মেইন রাস্তা দিয়ে যেতে হয় তখন। খোঁজ নিয়ে জানা যায়, সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক এই রাস্তাটি পূনঃ মেরামত করলেও সংশ্লিষ্ট ঠিকাদার নিম্নমানের কাজ করায় বেশী দিন টিকসই হয়নি, এতে করে পুরো রাস্তায় কানায় কানায় গর্ত পরিণত হয়েছে। এ বিষয়ে ৬নং বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপের সাথে মুঠো ফোনে যোগাযোগের জন্য বার বার ফোন করলেও উনার ফোনটি বন্ধ পাওয়া যায়, রাস্তার পূনঃ নির্মাণ ও সংস্কার করার জন্য এলাকাবাসীর দাবী, তারা বলেন ঐতিহ্যবাহী বুল্লা বাজার নিকটবর্তী হওয়ায় এই রাস্তা দিয়ে প্রতিদিন পূর্ব বুল্লা, রামদেবপুর এবং গঙ্গানগর গ্রামের মানুষ আসাযাওয়া করে। তারা আরও বলেন যদি এই রাস্তাটি মেরামত করা হয়,তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024