|
Date: 2025-01-25 11:37:34 |
সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের ছোনগাছা বাজারে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কৃষকের ফসলের লাভ জনক দাম নির্ধারণ, শতাধিক পণ্যের উপর আবারো নতুন করে শুল্ক ও ভ্যাট বাড়ানোর প্রতিবাদে গ্রামের শ্রমজীবীদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা সহ ইউনিয়ন পরিষদে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে আজ বিকাল ৪টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ ছোনগাছা বাজারে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট এবং বাসদের উদোগে এই সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, জেলা বাসদ সদস্য তারিকুজ্জামান টরিক, কৃষক ফ্রন্টের নেতা এমদাদুল হক, আব্দুল কুদ্দুস, আক্তার হোসেন প্রমূখ। বক্তাগন অবিলম্বে সকল প্রকার বৈষম্য দূর করে, নিত্যপণ্যের দাম কমানো সহ পুর্নধমে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালু এবং বর্ধিত কর ভ্যাট প্রত্যাহারের জোর দাবি জানান ।
© Deshchitro 2024