|
Date: 2022-12-02 11:00:53 |
স্পর্শ সমাজ কল্যাণ সংস্থা'র পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সোনাগাজী প্রতিনিধি:-
স্পর্শ সমাজ কল্যাণ সংস্থা'র পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অদ্য ০২-১২-২০২২ ইং ডাঃমাহবুব মিলনায়তনে অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে স্বতস্ফুর্ত অংশগ্রহন করেন নব নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ। তারা সুন্দর সমাজ গঠনে একসাথে কাজ করা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে বৃক্ষরোপনের মধ্য দিয়ে কার্যক্রমের সমাপ্তি ঘটে।
স্পর্শ সমাজ কল্যান সংস্থার সভাপতি শরীফুল ইসলাম সাকিরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক জহিরুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও মুক্তিযোদ্ধা কবির আহমেদ, শিক্ষাবিদ একরামুল হক কিশোর, শিক্ষাবিদ তাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ইমাম চৌধুরী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লিয়াকত আলী, স্পর্শের প্রতিষ্ঠাতা সভাপতি সাখাওয়াত হোসেন চৌধুরী সোহাগ, আইনজীবী এডভোকেট জিয়াউল হক, সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন, মাওলানা আবদুল জব্বার, ব্যবসায়ী আরিফুল ইসলাম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। তারা স্পর্শের প্রতিটি কাজে অংশীদার হওয়ার আশ্বাস প্রদান করেন।
আরো উপস্থিত ছিলেন ইয়াছিন, জুমন, শোভন, হাসান, আমজাদ, এহসান, সাইমুন, সাকিব, জনি, মোবারক, জিকু, আজমল, শামীম সহ স্পর্শের সদস্যবৃন্দ অনুষ্ঠানকে সৌন্দর্যমন্ডিত করেন। অনুষ্ঠান শেষে মধ্যাহ্ণ ভোজের আয়োজন করা হয়!!
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্পর্শ সমাজ কল্যান সংস্থার সাধারন সম্পাদক শাকিল ওয়াসিফ।
© Deshchitro 2024