তালার খলিষখালী ইউনিয়নের  বি এন পির  নব নির্বাচিত  ওয়ার্ড কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন    খলিষখালী  ইউনিয়নের  ছাত্রদলের  সাবেক  সভাপতি  মোঃ শিরাজুল ইসলাম  যুবদলের  যুগ্ন আহবায়ক  মোঃ শহিদুল ইসলাম   যুবদলের ওয়ার্ল্ড  সভাপতি  হযরত  আলী  মোড়ল  এ ছাড়া ছাত্রদলের  পক্ষ থেকে  বাপ্পি  সরদার তন্ময় সরদার  জনি সরদার সোহান মোড়ল আজিম খাঁ সোলাইমান সরদার আলামিন  সরদার বেলাল মোড়ল শামিম হোসেন হাবিবুর রহমান মুকুল মোড়ল ও শিরাজুল মোড়ল। 

উল্লেখ্য  ২৪ শে জানুয়ারি  খলিষখালী  ইউনিয়নের  ৮ নং ওয়ার্ডে  বি এন পির  কমিটি গঠন করা হয় । উক্ত  কমিটিতে  সবার সর্ব সম্মতিক্রমে   আব্দুল খালেক  সরদার কে সভাপতি    রুহুল আমিন  ও সংখ্যার কুমার মন্ডল কে  সহসভাপতি  নির্বাচিত করা হয় । এ ছাড়া রেজাউল ইসলাম গাজী  কে সাধারণ সম্পাদক  এবং  তরিকুল ইসলাম কে  সাংগঠনিক সম্পাদক হিসাবে  নির্বাচিত করা হয় ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024