|
Date: 2025-01-26 06:20:31 |
আমেরিকান প্রবাসী মিজানুর রহমান মিজানকে কোম্পানীগঞ্জে সংবর্ধনা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সংবর্ধিত হয়েছেন আমেরিকান প্রবাসী, আবু মাঝির হাট ব্লাড ব্যাংকের প্রধান পৃষ্ঠপোষক এবং চরহাজারী কল্যাণ ফাউন্ডেশন ইউএসএ-এর সভাপতি মিজানুর রহমান মিজান।
শনিবার বিকেলে আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আবু মাঝির হাট ব্লাড ব্যাংকের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু মাঝির হাট ব্লাড ব্যাংকের সভাপতি মাইন উদ্দিন শামীম এবং সঞ্চালনা করেন কার্যকরী কমিটির সদস্য গোলাম আজম।
প্রধান অতিথি ছিলেন আবু মাঝির হাট ব্লাড ব্যাংকের উপদেষ্টা ও চরহাজারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ আলহারুন, সিআইপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমেরিকান প্রবাসী হাজী আবুল কাশেম, চরহাজারী ইউনিয়ন বিএনপির সভাপতি নুর নবী বাবুল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কোম্পানীগঞ্জ উপজেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা মোঃ শাহজাহান ও চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আনোয়ার হোসাইন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক রহমত উল্যাহ দিদার, জামায়াতে ইসলামীর চরহাজারী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি নুর হোসাইন জীবন,সাবেক মেম্বার আবদুর রহিম, ছাত্রদলের সাবেক উপজেলা আহবায়ক ইমরান হোসেন সাগর, আবু মাঝির হাট ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক শাহাদাত উল্যাহ স্বাভাব, প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোরছালিন হোসেন শামীম।
বক্তারা মিজানুর রহমান মিজানের প্রবাসে থাকাকালীন মানবসেবা ও এলাকার উন্নয়নে তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও তাঁর উদ্যোগে এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
© Deshchitro 2024