|
Date: 2025-01-26 11:19:35 |
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই", এ শ্লোগান নিয়ে- সিরাজগঞ্জে তারুণ্য উৎসব-২০২৫ খ্রিঃ তায়কোয়ানডো প্রতিযোগিতা ও র্যালি প্রদর্শন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে,
রবিবার (২৬ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ শহরের এস.এস.রোড় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি লিঃ ভবনের সামনে হতে আনন্দঘন পরিবেশে জাতীয় পতাকা ও তারুণ্য উৎসবের বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন শিক্ষার্থীরা হাতে নিয়ে এক বর্ণাঢ্য র্যালি বের করে শহরের ফজলুল হক রোড দিয়ে শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে গিয়ে শোভাযাত্রাটি শেষে তারুণ্য উৎসব তায়কোয়ানডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সুযোগ্য জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক রাষ্ট্রীয় ক্রীড়া পদক প্রাপ্ত মাহমুদুল ইসলাম রানা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি খ.ম. রকিবুল হাসান রতন প্রমুখ।
এসময়ে বাংলাদেশ তায়কোয়ানদো ক্লাবের এক্সিকিউটিভ কমিটির মেম্বার
মোঃ পলাশ মিঞা, মোঃ মোসলেম মিয়া, সিরাজগঞ্জ জেলা তায়কোয়ানদো ক্লাবের কোচ মোঃ বাবুল হোসেন, ম্যানেজার সালাউদ্দিন তন্ময় সহ সদস্য, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রভাষক ও ধারাভাষ্যকর মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
© Deshchitro 2024