|
Date: 2025-01-26 12:19:52 |
জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের দ্বার, আগামীর দিন শুধু সম্ভাবনার- স্লোগানকে সামনে রেখে ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে শুরু হয়েছে প্রকাশনা উৎসব।
রোববার (২৬ জানুয়ারি) সকালে কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ শাখার আয়োজনে দুই দিনব্যাপী প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন জেলা সভাপতি আবু জার গিফারী।
এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মুহা.অয়েসকুরুনী, জেলা অফিস সম্পাদক সাদিক হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রায়হান হোসেনসহ ছাত্রশিবিরের দায়িত্বশীলবৃন্দ।
জেলা সেক্রেটারি মুহা. অয়েসকুরুনী বলেন, আপনারা জানেন এক যুগেরও বেশি সময় ইসলামী ছাত্রশিবিরের নামে অপপ্রচার চালানো হয়েছে, জুলাই অভ্যুত্থানের পর সেটি যে অপপ্রচার তা সচেতন ছাত্রসমাজ বুঝতে পারছে। আমাদের এ আয়োজনে ছাত্রসমাজের ব্যাপক সাড়া পাচ্ছি।
জেলা সভাপতি আবু জার গিফারী বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি নিয়ম তান্ত্রিক আদর্শিক সংগঠন। প্রতিষ্ঠাকাল থেকেই আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছি।
আমাদের কর্মসূচী সম্পর্কে সাধারণ শিক্ষার্থীদের জানানোর জন্য আয়োজন করছি নববর্ষ প্রকাশনা উৎসব।
© Deshchitro 2024