পটুয়াখালীর গলাচিপায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে ভাতিজা চাচাকে ছুরি দিয়ে আঘাত ও ভাইকে কুপিয়ে মারাত্মক জখম করে। ঘটনা সূত্রে জানা যায় জমিজমার বিরোধকে কেন্দ্র  করে গলাচিপা উপজেলার  চর বিশ্বাস ইউনিয়নের  চর আগস্তি গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাবুল আকনের পুত্র মোঃ শাওন আকন (২৪), মোঃ ফরহাদ  আকন (৩০) ও মৃত সালাম আকনের পুত্র বাবুল আকন (৫৫) একত্রিত  হয়ে মৃত  সালাম  আকনের  পুত্র  মাহবুব আকন (৫০) ও মোঃ রফিক আকনের পুত্র  মোঃ আজাদুল (১৮) কে ছুরি ও চাইনিজ  কুরাল দিয়ে মারাত্মক  জখম করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত  চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত  চিকিৎসার  জন্য  বরিশাল  শের-ই বাংলা মেডিকেল  কলেজ  হাসপাতালে প্রেরণ  করেন। গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ আশাদুর  রহমান জানান এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে, আসামীদের  বিরুদ্ধে আইনানুগ  ব্যবস্থা গ্রহণ  করা  হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024