|
Date: 2025-01-27 07:23:56 |
বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম নাসিম (১৬)। সে উপজেলার শৈলধুকরি এলাকার লিটন প্রামাণিকের ছেলে।
জানাযায় রবিবার আনুমানিক রাত্রি ৮ ঘটিকায় নাসিম বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। বনানী বাসস্ট্যান্ডে শুভেচ্ছা আবাসিক হোটেলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে রংপুরগামী একটি ট্রাকের (ট-১১-১৫৮২) সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে নাসিম গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© Deshchitro 2024