জয়পুহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর বিএল  উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।


২৭ জানুয়ারি (সোমবার) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে  প্রধান শিক্ষক সহিদুল ইসলামের সভাপতিত্বে  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সহকারী শিক্ষক নারায়ন চন্দ্রের সঞ্চালনায় অনুষ্ঠেয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত । বিশেষ অতিথি মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরুন নবী ছাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ক্ষেতলাল ফায়ার ফাইটার সাহা আলম ও  বিডি ক্লীন জেলা সম্মনয়ক রাকিবুল হাসান। আরও উপস্তিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা পরিষদের সিএ এস এম শওকত,  ইউনিয়ন বিএনপির সাংঠনিক সম্পাদক সাকিলুর রহমান তালুকদার সাকিল ও ছাত্রদল নেতা রাসেদুল ইসলাম সহ মামুদপুর ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।  


আলোচনা সভা শেষে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের হাতে বিদায়ী সংবর্ধনা ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ এবং বিশেষ মোনাজাত শেষে প্রায় সাতশত ছাত্র ছাত্রী ও অভিভাবকদের মধ্যাহ্ন ভোজ করানো হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024