দিনাজপুরে নেশা জাতীয় ৪০০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ লাকিউর নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি পুলিশ।
রবিবার (২৬জানুয়ারি)রাত ৯টায় দিনাজপুর সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়নের গোদাগাড়ী মুরাদপুর বাজার থেকে তাকে আটক করা হয় ।
আটককৃত মোঃ লাকিউর রহমান(২৮) নুনাইচ হাজীপাড়া এলাকার মৃত হুসেন আলীর ছেলে।
দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃমতিউর রহমান বলেন
মাননীয় পুলিশ সুপার মোঃ নাজমুল হাসান পিপিএম (বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) স্যারের সার্বিক দিক নির্দেশনায় মাদকের মরন ছোবল থেকে জাতিকে রক্ষা করার উদ্দেশ্যে মাদক বিরোধী অভিযান কর্মসূচির অংশ হিসেবে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে কোতোয়ালি থানার এসআই রুস্তম আলী,সেলিমুর রহমানসহ সংগীয় ফোর্স গোদাগাড়ী মুরাদপুর বাজারে অভিযান চালিয়ে নেশা জাতীয় ৪শ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ লাকিউর রহমানকে গ্রেপ্তার করে ।
ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে ।