সংস্কৃতি একটি জাতির ধারক ও বাহক। সাংস্কৃতিক কর্মকাণ্ড মানুষের মননশীলতাকে সমৃদ্ধশালী করে।   মধুপুরের সাংস্কৃতিক অঙ্গনে এ কাজে অবদান রেখে চলছে মধুপুর নৃত্যাঙ্গন সংস্থা। এরই ধারাবাহিকতায় ১৫ তম বর্ষ পূর্তিতে সনদ ও পুরস্কার বিতরণ এবং    এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।

শনিবার ২৫ জানুয়ারি সন্ধ্যায় উপজেলা হলরুমে আয়োজিত ১৫ বছর পূর্তি এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন, সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ার পারভেজ   , বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি রিফাত আনজুম পিয়া ও ডাক্তার তারিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আজকের পত্রিকার জেলা প্রতিনিধি  আনোয়ার  সাদাত ইমরান  ,  অধ্যাপক মেজবাহ উদ্দিন আহমেদ,  শিম সাং বিশ্বাস, প্রভাষক লিয়াকত হোসেন জনী, সংগঠনের নৃত্য শিল্পী বৃন্দ, অভিভাবক মন্ডলী, সুধীজন প্রমুখ।

সংগঠনটির নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম জানান, তার সংগঠনের শিক্ষার্থীরা বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ নৃত্য প্রদশর্নের মাধ্যমে পুরস্কৃত হয়েছে। তাছাড়াও তিনি ও তার সংগঠনের নৃত্য শিল্পীরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী হিসাবে অন্তর্ভুক্ত থেকে নৃত্য পরিবেশন করে আসছে। ভবিষ্যতে তার সংগঠনের সাংস্কৃতিক কর্মকাণ্ড সারাদেশে সুনাম অর্জন করবে বলে তিনি মনে করেন। 

আলোচনা অনুষ্ঠান শেষে সংগঠনের সমাপনী ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।  এসময় বিভিন্ন কৃতি শিক্ষার্থীদের হাতে কৃতি ভিত্তিক বিভিন্ন   পুরস্কার তুলে দেওয়া  হয়। তাছাড়া এ সংগঠনের  শিল্পীদের অংশগ্রহনে এক মনোরম সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে এ সংগঠনটি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024