সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতিরনব- নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 

নোয়াখালী জেলার  সেনবাগে এক বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহস্যবাহী সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নব- নির্বাচিত কমিটির  অভিষেক অনুষ্ঠান 

 ২ ডিসেম্বর শুক্রবার সকালে সেনবাগ উপজেলা পরিষদ মিলায়াতনে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নব- নির্বাচিত সভাপতি হাজ্বী আবদুল ওদুদের সভাপতিত্বে এবং সহ সভাপতি মোঃ নুরুল হুদা শাহজাহান ও সাধারণ সম্পাদক আবদুল্যা আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য, আর টিভির চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এফবিসিসিআই এর পরিচালক, সানজি গ্রুপের চেয়ারম্যান লায়ন জাহাঙ্গীর আলম মানিক, সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, পৌর মেয়র আবু নাছের ভিপি দুলাল, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু।

উপস্থিত ছিলেন- সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী, নির্বাচন কমিশনার বলরাম মজুমদার, বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আক্তারুজ্জামান দুলাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মোরশেদ আলম এমপি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নব নির্বাচিত সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন এবং সকলকে শুভেচ্ছা জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024